খারাপ সময়ের পাশাপাশি আসে ভালো সময়ও আসে সবার জীবনে। খারাপ আর ভালো নিয়েই আমাদের জীবন। কিছু বাস্তু টোটকা মেনে চললে খারাপ সময় কিছুটা হলেও কাটানো সম্ভব হয়।
খারাপ সময়ের পাশাপাশি আসে ভালো সময়ও আসে সবার জীবনে। খারাপ আর ভালো নিয়েই আমাদের জীবন। কিছু বাস্তু টোটকা মেনে চললে খারাপ সময় কিছুটা হলেও কাটানো সম্ভব হয়। বাস্তুতে বলা হয়েছে একটা জবা ফুলও জীবন বদলে দিতে পারে। জীবনে সুখ-স্বাচ্ছন্দ এনে দিতে পারে জবা ফুল। আর্থিক সমস্যা দূর করতে মঙ্গলবার বজরঙ্গবলী এবং শুক্রবার দেবী লক্ষ্মীকে লাল জবা ফুল অর্পণ করুন। সূর্য পূজার অনেক উপকারিতা রয়েছে। সূর্যকে রোজ জল নিবেদনের সময় অবশ্যই একটি লাল জবা ফুল দিতে হবে। লাল রঙ সব সময় শুভ বলে মনে করা হয়। বাড়ির পূর্ব দিকে লাল জবা গাছ লাগালে ভালো ফল পাওয়া যায়। মঙ্গল গ্রহের রং লাল, যে ব্যক্তির কুণ্ডলীতে মঙ্গল দোষ বা যারা মঙ্গলিক, তাদের বিয়ে হয় দেরিতে। মঙ্গলের দোষ থাকলে তা থেকে মুক্তি পেতে একজন ব্যক্তির অবশ্যই তার বাড়িতে একটি লাল জবা গাছ লাগাতে হবে। ব্যক্তির সঙ্গে শত্রুতা থাকলে আপনি সেই ব্যক্তিকে লাল জবা ফুল উপহার দিতে পারেন। এর প্রভাব শীঘ্রই দেখতে পাবেন।