অক্ষয় তৃতীয়ায় ৫ কাজ থেকে বিরত থাকুন, নাহলে ঘরে নেমে আসবে ঘোর অমঙ্গল

অক্ষয় তৃতীয়া এক অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। এই দিন সবাই শুভ কাজ করে থাকে ঘরের মঙ্গলের কথা ভেবে। তবে এই বিশেষ দিনে কিছু কাজ না করাই ভালো। সেই সমস্ত কাজ করলে ঘরে অমঙ্গল হতে পারে।

অক্ষয় তৃতীয়া এক অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। হিন্দুদের কাছে এই দিনটি অত্যন্ত শুভ একটা দিন। এই দিন সবাই শুভ কাজ করে থাকে ঘরের মঙ্গলের কথা ভেবে। এই দিন অনেকেই লক্ষ্মী এবং গণেশের পুজো করে থাকেন। তবে এই বিশেষ দিনে কিছু কাজ না করাই ভালো। সেই সমস্ত কাজ করলে ঘরে অমঙ্গল হতে পারে। অক্ষয় তৃতীয়ার দিন ঝগড়া-অশান্তি না করাই ভালো। এই দিন অন্যের খারাপ চাওয়া একেবারেই উচিত নয়। অক্ষয় তৃতীয়ার দিন ঘর অন্ধকার কখনই রাখবেন, ঘর অন্ধকার হয়ে গেলে বাতি জ্বলিয়ে রাখুন। এতে দেবী লক্ষ্মী তুষ্ট হন। এই শুভ দিনে স্নান না করে তুলসি পাতা একেবারেই তুলবেন না। তুলসি পাতা না ধুয়ে ব্যবহার করবেন না। অক্ষয় তৃতীয়ার দিন হঠাৎ করেই ব্রত ভাঙবেন না। ব্রত পুজো না হওয়া অবদি ভাঙলে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসতে পারে। 

04:56Rashifal Today : সরস্বতী পুজোর দিন আপনার রাশিফলে কী আছে জেনে নিন, দেখুন05:55শুক্রবার ৫ রাশির দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে, দেখে নিন ১২ রাশির আজকের রাশিফল05:22বুধবার ৫ রাশির চমৎকার দিন হতে চলেছে, দেখে নিন ১২ রাশির আজকের রাশিফল06:45মঙ্গলবার ৫ রাশির অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হবে, দেখে নিন ১২ রাশির আজকের রাশিফল05:21শুক্রবার ২৪ জানুয়ারি ৫ রাশির প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার সম্ভাবনা, দেখে নিন আজকের রাশিফল05:24মঙ্গলবার ২১ জানুয়ারি ৫ রাশি অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হবে, দেখে নিন আজকের রাশিফল07:20Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল05:23Rashifal Today : সতর্ক থাকুন, আজ এই ৪ রাশির দিনটা ভালো কাটবে না! দেখুন আজকের রাশিফল05:22শুক্রবার ১৭ জানুয়ারি ৫ রাশি অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হবে, দেখে নিন আজকের রাশিফল05:22শুক্রবার ১৭ জানুয়ারি ৫ রাশি অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হবে, দেখে নিন আজকের রাশিফল