হাতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই বাংলার নতুন বছরকে স্বাগত জানাবে বাংলার মানুষ। নববর্ষের দিন হলুদের তিনটি টোটকা মুক্তি দিতে পারে নানান আর্থিক সমস্যা থেকে।
হাতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই বাংলার নতুন বছরকে স্বাগত জানাবে বাংলার মানুষ। নতুন বছর আসার অপক্ষায় এখন সময় গুণছে বাংলার মানুষ। নববর্ষের দিন হলুদের তিনটি টোটকা মুক্তি দিতে পারে নানান আর্থিক সমস্যা থেকে। শাস্ত্র মতে, গ্রহের পরিবর্তনের প্রভাব পড়ে আমাদের জীবনে। এই কারণে মানুষের জীবনে নানা রকম পরিবর্তন দেখা দেয়। গ্রহের খারাপ প্রভাবে শুরু হয় খারাপ সময়, এমন সময় কাটাতে মেনে চলতে পারেন জ্যোতিষ টোটকা। শুভ কাজে যাওয়ার আগে ভগবান গণেশের পায়ে ঠেকিয়ে তারপর হলুদের টিকা পরুন, এতে সব বাধা দূর হবে। এক টুকরো হলুন নিন, তার সঙ্গে নিন চাল। এবার বিষ্ণুর সহস্রনাম যপ করুন। ভক্তি সহকারে এই মন্ত্র পাঠে আর্থিক জটিলতা দূর হবে। একটি লাল কাপড়ে ৫টি হলুদের টুকরো নিয়ে বেঁধে নিন। এবার এই কাপড় লকারে রেখে দিন। নববর্ষের দিন এই টোটকা করতে পারেন।