অক্ষয় তৃতীয়া একটা অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। এই দিন সবাই শুভ কাজ করে থাকেন। এই দিন রাশি অনুযায়ী কিছু বিশেষ জিনিস ঘরে আনলে ঘর ভরে উঠতে পারে সুখ-সমৃদ্ধিতে।
মেষ রাশি- এই রাশির জাতক-জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিনে মুসুর ডাল কিনে আনতে পারেন। বৃষ রাশি- জ্যোতিষ শাস্ত্র মনে বৃষ রাশির জাতকরা এদিন চাল ও বাজরা কিনলে ভালো ফল পাবেন। মিথুন রাশি- এই রাশির জাতকরা অক্ষয় তৃতীয়ার দিনে মুগ, ধনে কিনতে পারেন। সেই সঙ্গেই কাপড়ও কিনতে পারেন। কর্কট রাশি- অক্ষয় তৃতীয়ায় শুভ ফল পেতে এদিন দুধ এবং চাল কিনতে পারেন, ভালো ফল পাবেন। সিংহ রাশি- সিংহ রাশির জাতক-জাতিকারা এদিন তামা কিনতে পারেন। তামা কিনা শুভ বলে মনে করা হয়। কন্যা রাশি- এই রাশির জাতক-জাতিকারা যদি অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে মুগ ডাল কেনেন তবে ঘরে সুখ-শান্তি বজায় থাকবে। তুলা রাশি- অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে এই রাশির জাতক-জাতিকারা চিনি ও চাল কিনতে পারেন। মকর রাশি- তুলা রাশির জাতক-জাতিকারা এই দিনে কালাই ডাল ও দই কিনতে পারেন ঘর সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে। কুম্ভ রাশি- এই রাশির জাতক-জাতিকারা অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে কালো তিল এবং কাপড় কিনতে পারেন, ভালো ফল পাবেন।