শালিক পাখি- অনেকে আবার ভারতীয় ময়না বলেন। শালিক পাখি গ্রামের পাশাপাশি শহরেও দেখতে পাওয়া যায়। গ্রামের পাশাপাশি শহরেও শালিক পাখি নিয়ে সংস্কার রয়েছে। অনেকেই বলেন এক শালিক অশুভ, জোড়া শালিক শুভ আর তিন শালিক চিঠি বা অতিথির আগমণ বার্তা নিয়ে আসে।
শালিক পাখি- অনেকে আবার ভারতীয় ময়না বলেন। শালিক পাখি গ্রামের পাশাপাশি শহরেও দেখতে পাওয়া যায়। গ্রামের পাশাপাশি শহরেও শালিক পাখি নিয়ে সংস্কার রয়েছে। অনেকেই বলেন এক শালিক অশুভ, জোড়া শালিক শুভ আর তিন শালিক চিঠি বা অতিথির আগমণ বার্তা নিয়ে আসে। আর চার শালিক আনন্দের সংবাদ নিয়ে আসে। তবে এই ধারনা যে শুধুমাত্র ভারতে এমনটা কিন্তু নয়। ছোটবেলা শোনা একটি কবিতাই ইঙ্গিত দেয় বিদেশেও শালিক বা ময়না নিয়ে অনেক সংস্কার রয়েছে।