সকলেই বাড়িতে ঠাকুর পুজো করে থাকেন, তবে পুজোর পাশাপাশি বেশ কিছু জিনিস মাথায় রাখা অত্যন্ত প্রয়োজন। বেশ কিছু দেব-দেবীর মূর্তি বা ছবি বাড়িতে রাখলে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল।
সকলেই বাড়িতে ঠাকুর পুজো করে থাকেন, তবে পুজোর পাশাপাশি বেশ কিছু জিনিস মাথায় রাখা অত্যন্ত প্রয়োজন। বেশ কিছু দেব-দেবীর মূর্তি বা ছবি বাড়িতে রাখলে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল। বাড়িতে কখনই শ্মশান কালীর ছবি বা মূর্তি রাখবেন না। শ্মশান কালী খুবই জাগ্রত, তাই দেবীকে রুষ্ট করা কখনওই উচিত্ নয়। বাড়িতে ভুল করেও দেবী ধূমাবতীর ছবি বা মূর্তি রাখবেন না। ধূমাবতী দশ মহাবিদ্যার অন্যতম এক তান্ত্রিক দেবী। বাড়িতে একসঙ্গে দুটি শিবলিঙ্গ রাখা একেবারেই উচিত নয়। একসঙ্গে দুটি শিবলিঙ্গ রাখলে শিবলিঙ্গের মহিমা হ্রাস পায়। বাড়িতে কোনও ভাঙা ঠাকুরের মূর্তি রাখবেন না, এতে ঘোর অমঙ্গল হতে পারে। বাড়িতে ভুল করেও একসঙ্গে তিনটি গণেশের মূর্তি রাখবেন না, এর জন্য দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে।