শাস্ত্র মতে, এক এক রাশির, মানসিকতা ও স্বভাব এক এক রকম। এর মধ্যে একটি স্বভাব হল বাথরুমে সময় কাটানো। এমন অনেকে আছেন যারা অধিক সময় বাথরুমে থাকতে পছন্দ করেন। আবার অনেকে দ্রুত স্নান করে নেন। জানেন কি এটা নির্ভর করে আপনার রাশির ওপর। চিনে নিন এই চার রাশিকে, বাথরুমে ঘন্টার পর ঘন্টার পর কাটিয়ে থাকেন।
বৈদিক শাস্ত্রে ১২টি রাশির উল্লেখ আছে। প্রতি রাশির অধিকর্তা গ্রহ আলাদা। সে কারণে আমাদের সকলে চারিত্রিক বৈশিষ্ট্য একে অন্যের থেকে আলাদা। কেউ শান্ত তো কেউ তেজী, কেউ ধূর্ত তো কারও বুদ্ধি কম। আমাদের সঙ্গে সঙ্গেই সকলের রয়েছে বিস্তর তফার। শাস্ত্র মতে, রাশি অনুসারে হয় এমন ভেদ। এক এক রাশির, মানসিকতা ও স্বভাব এক এক রকম। এর মধ্যে একটি স্বভাব হল বাথরুমে সময় কাটানো। এমন অনেকে আছেন যারা অধিক সময় বাথরুমে থাকতে পছন্দ করেন। আবার অনেকে দ্রুত স্নান করে নেন। জানেন কি এটা নির্ভর করে আপনার রাশির ওপর। চিনে নিন এই চার রাশিকে, বাথরুমে ঘন্টার পর ঘন্টার পর কাটিয়ে থাকেন।