শ্রাবণ মাস - ভগবান শিবের জন্ম মাস হিসেবে বিবেচিত হয়। এই মাসে অনেকেই শিবের ব্রত পানল করে মহাদেশের কৃপা পাওয়ার জন্য। এমনিতে শিবের কৃপা পাওয়া সহজ। সামান্য সাদা ফুল আর বেলপাতাতেই তুষ্ট হন দেবাদিদেব।
শ্রাবণ মাস - ভগবান শিবের জন্ম মাস হিসেবে বিবেচিত হয়। এই মাসে অনেকেই শিবের ব্রত পানল করে মহাদেশের কৃপা পাওয়ার জন্য। এমনিতে শিবের কৃপা পাওয়া সহজ। সামান্য সাদা ফুল আর বেলপাতাতেই তুষ্ট হন দেবাদিদেব। কিন্তু আপনি জানেন কি ভগবান নিজের জন্ম মাসে তিন রাশির জাতক আর জাতিকাদের ওপর নিজের আশির্বাদের হাত রাখেন। ২০২২ সালের ক্যালেন্ডার অনুয়াযী ১৪ জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস। সাধারণত এই মাসে চারটি সোমবার থাকে। আর শিবের জন্মবার সোমবার।দুধ গঙ্গাজলে শিবকে স্নান করিয়ে ফুল আর বেলপাতা দিয়ে পুজো করতে পারেন। পাঁচটি ফল আর মিষ্টি নিবেদন করতে পারেন। তাতে তুষ্ট হবেন মহাদেশ। ইচ্ছে হলে সোমবারগুলি নিরামিষ খেতে পারেন বা উপোষ দিতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সোমবার শিবের ব্রত পালন করলে মনের ইচ্ছে পুরণ হয়। অটকে থাকা কাজ শেষ হয়।