কারোর ব্যবহার করা গয়না ব্যবহার না করার চেষ্টা করুন। নিজের গয়নাও অন্য কাউকে না দেওয়াই ভালো। অন্য কারোর কলম নিজের কাছে না রাখাই ভালো। এতে আপনার কেরিয়ারে খারাপ প্রভাব পড়তে পারে।
বেশ কিছু জিনিস রয়েছে যা করলে জীবনে অনেক বদল আসতে পারে। অনেক কিছু কাজ জীবনে বড় ক্ষতি ডেকে আনতে পারে। কারোর ব্যবহার করা গয়না ব্যবহার না করার চেষ্টা করুন। নিজের গয়নাও অন্য কাউকে না দেওয়াই ভালো। অন্য কারোর কলম নিজের কাছে না রাখাই ভালো। কলম বা পেন সাধারণত কাজেই ব্যবহার করা হয়। এতে আপনার কেরিয়ারে খারাপ প্রভাব পড়তে পারে। অন্য কারোর রুমালও নিজের কাছে না রাখার চেষ্টা করুন। অনেকে বলেন রুমাল কাউকে দেওয়াও উচিত নয়। কাউকে রুমাল উপহার দিলে তার থেকে টাকা নিন, তা এক টাকা হলেও নিতে পারেন। না হলে এতে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যের জুতো ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে আপনার জীবনে জটিলতা আরও বাড়তে পারে। টাকা ছাড়া মানিব্য়াগ কখনই রাখা উচিত না। এতে অর্থকষ্টের সম্মুখিন হতে পারেন, ব্যাগে ১ টাকা হলেও রাখুন।