শনি গ্রহকে ন্যায় বিচারের গ্রহ বলা হয়। শনি দেবকে ন্যায়ের দেবতা বলা হয়। মানুষের কর্মের ওপর নির্ভর করে ইতিবাচক ও নেতিবাচক নিদান তিনি দেন। শনি দেবতার গতি অত্যান্ত ধীর। একটি রাশি থেকে অন্য রাশিতে পাড়ি দিতে শনি দেবের সময় লাগে প্রায় আড়াই বছর। বর্তমানে তাঁর নিজের গ্রহ কুম্ভ রাশিতে রয়েছেন তিনি। সেখান থেকে তিনি যাবের মকর রাশিতে।
১২ জুলাই অর্থাৎ আর এক মাস পর থেকেই শনি স্থান পরিবর্তন করতে শুরু করবেন। আর সেখানে অবস্থান করবেন আগামী বছর ১৭ই জানুয়ারি পর্যন্ত। তারপর শনি দেব আবারও কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। কিন্তু শনিদেবের এই স্থান পরিবর্তনের সময় চার রাশির জন্য শুভ।