চারপাশে আমরা অনেককেই দেখি যারা খুব অহংকারী হন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তাঁরা হয় সিংহ রাশি না হলে ধনু বা বৃষ অথবা মেষ রাশির জাতক হন। সিংহ রাশি- এই রাশির জাতক-জাতিকারা নিজেদের খুব বেশি ভালোবাসেন।
কথাতেই আছে 'অহংকারই পতনের মূল'। তবে চারপাশে আমরা অনেককেই দেখি যারা খুব অহংকারী হন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তাঁরা হয় সিংহ রাশি না হলে ধনু বা বৃষ অথবা মেষ রাশির জাতক-জাতিকা হন। এই চার রাশির জাতক-জাতিকাদের মধ্যে অহংকার থাকলেও অনেক সময়েই এঁরা মনের দিক থেকে বেশ ভালো হন। তবে অহংকারের জন্য এরা অনেক সময়েই অনেক ভুল কাজ করে থাকেন। সিংহ রাশি- এই রাশির জাতক-জাতিকারা নিজেদের খুব বেশি ভালোবাসেন। এঁরা খুব বেশি অহংকারীও হন। ধনু রাশি- ধনু রাশির জাতক-জাতিকারা নিজেকে সব থেকে সেরা বলে মনে করে। তবে এঁরা খুব মজার মানুষও হন, তাই এঁদের সকলে পছন্দ করে। বৃষ রাশি- এই রাশির জাতক-জাতিকারা অহংকারী হয়। এঁরা কখনও কোনও কিছুর সঙ্গে আপস করে না, কারণ এরা মনে করে যে তারা সবসময় ঠিক। মেষ রাশি- এই রাশির জাতক-জাতিকারা সব সময় নিজেদের নিয়ে চিন্তা করতে পছন্দ করেন। তবে এঁরা সব সময় মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করেন।