অনেকেই আছেন যাঁরা গান-বাজনা খুব বেশি পছন্দ করেন। ছোট থেকেই গান শেখার প্রতি আগ্রহও থাকে এঁদের। তুলা রাশি- তুলা রাশির জাতক-জাতিকারা শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত থাকেন।
অনেকেই আছেন যাঁরা গান-বাজনা খুব বেশি পছন্দ করেন। ছোট থেকেই গান শেখার প্রতি আগ্রহও থাকে এঁদের মধ্যে। সেই সঙ্গেই ভালো গানও গান এঁরা। সেই তালিকায় রয়েছে চার রাশি। এই চার রাশির মধ্যে রয়েছে- তুলা রাশি, কন্যা রাশি, ধনু রাশি, মকর রাশি। তুলা রাশি- তুলা রাশির জাতক-জাতিকারা শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত থাকেন। ছোট থেকেই এঁদের গান বাজনার প্রতি বিশেষ আকর্ষণ থাকে। এঁরা গান ভালোই গান। কন্যা রাশি- বুধ গ্রহের অন্তর্গত হওয়ায় এই রাশির জাতক-জাতিকারা কাজের পাশাপাশি গান-বাজনা খুব বেশি পছন্দ করেন। এঁরা গান নিয়ে অনেকদূর পর্যন্ত এগোতে পারেন। ধনু রাশি- অনেকেই আছেন যারা গান শুনে দুঃখ-কষ্ট ভুলে থাকার চেষ্টা করেন। এই তালিকায় রয়েছেন ধনু রাশির জাতক-জাতিকারাও। মকর রাশি- এই রাশির জাতক-জাতিকারা গান খুব ভাল ভাবে বোঝেন। গজল বা যেকোনও ধীর গতির গান শুনতে এঁরা খুব ভালোবাসেন।