রাশির উপরে অনেকাংশে নির্ভর করে ব্যক্তির দোষ-গুণ এবং ব্যক্তিত্ব। মানুষের অভ্যাসের উপরেও প্রভাব ফেলে রাশি রাশির প্রভাবেই কোনও ব্যক্তি বাকচতুর হন আবার কেউ আগ্রাসী স্বভাবের হন। তেমন রাশিই ঠিক করে দেয় আপনি কতটা মেধাবী হবেন!
রাশির উপরে অনেকাংশে নির্ভর করে ব্যক্তির দোষ-গুণ এবং ব্যক্তিত্ব। মানুষের অভ্যাসের উপরেও প্রভাব ফেলে রাশি। রাশির প্রভাবেই কোনও ব্যক্তি বাকচতুর হন আবার কেউ আগ্রাসী স্বভাবের হন। তেমন রাশিই ঠিক করে দেয় আপনি কতটা মেধাবী হবেন
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৫টি রাশির জাতক-জাতিকারা পড়তে দারুণ ভালবাসেন এবং পরিশ্রমীও হন।
১। মিথুন- মিথুন রাশির জাতক-জাতিকারা অত্যন্ত বিচক্ষণ হন। তাঁরা সব জিনিস যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেন। তাঁদের কাছে অবসর মানেও বই পড়া।
স্বাভাবিক মিথুন রাশির জাতক-জাতিকারা অত্যন্ত স্মার্ট এবং বুদ্ধিমান হন।
২। কন্যা রাশি- এই রাশির জাতক-জাতিকারা প্রকৃত অর্থে বইপোকা। পড়াশুনোকে প্রচণ্ড উপভোগ করেন। খুব পড়াশোনা করতে ভালোবাসেন। অবসর সময়ে তাঁরা বইয়ে মগ্ন থাকেন।
৩। ধনু রাশি- ধনু রাশির জাতক-জাতিকারা সারাক্ষণ বই নিয়ে থাকেন না। তাঁরা প্রকৃতিগতভাবে চঞ্চল। বেশিক্ষণ এক জায়গায় থাকতে পারেন না। সামান্য পড়লেও এতটাই মেধা যে পরীক্ষায় সবাইকে ছাপিয়ে যেতে পারেন।
৪। কুম্ভ রাশি- মুখস্তবিদ্যেয় কুম্ভ রাশির জাতক-জাতিকারা সবাইকে টেক্কা দিতে পারেন। শুধু পরীক্ষার আগে মুখস্থ করেই দারুণ রেজাল্ট করতে সিদ্ধহস্ত। স্মরণশক্তির প্রাবল্যের সঙ্গে থাকে মেধাও। এই রাশির ব্যক্তিদের মধ্যে থাকার জানার আগ্রহ।
৫। মকর রাশি- এই রাশির জাতক-জাতিকারা পড়াশোনায় খুব মেধাবী হন। পড়ার উৎসাহও প্রচণ্ড। সবসময় পড়ালেখায় এগিয়ে থাকেন।
অর্থাৎ আগেভাগেই সিলেবাস শেষ করে দিতে সিদ্ধহস্ত তাঁরা।