আজ রইল এমনই কিছু ব্যক্তির কথা, যারা অন্যকে অনুপ্রেরণা জোগাতে ওস্তাদ, এদের কথা বলার ভঙ্গি সকলকে আকৃষ্ট করে।
ধনু রাশি
রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। স্বাধীনচেতা, উৎসাহী স্বভাবের ধনু রাশির ছেলে সকলকে অনুপ্রেরণা জোগায়। তাদের কাজ অন্যকে এগিয়ে যেতে সাহায্য করে।
কন্যা রাশি
উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় স্বভাবের হন কন্যা রাশির ছেলেমেয়েরা। রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরা চারপাশের লোককে সব সময় উৎসাহিত করে। এদের কথা বলার ভঙ্গিক ও ভাবনা সব সময় অন্যদের জীবনের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
বৃষ রাশি
রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরা দৃঢ় ও ইতিবাচক মানসিকতার ব্যক্তি। এরা যে কোনও কাজে এগিয়ে যেতে ভয় পান না। এরা সব সময় কঠিনকে জয় করতে চান। এদের এমন আচরণ সকলরে অনুপ্রেরণা জোগায়।
সিংহ রাশি
রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা জেদি, প্রতিজ্ঞ, দয়াবান ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। এদের প্রচুর কঠোর পরিশ্রম করেন। এদে ব্যবহারিক জ্ঞান থাকে বিস্তর। এদের এই জ্ঞান ও আচরণ চারপাশের সকলকে সঠিক পথে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায়।