বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়াতে পালন করা হয় অক্ষয় তৃতীয়া। হিন্দুশাস্ত্রমতে এই দিনটি খুবই শুভ দিন বলে বিবেচনা করা হয়। চলতি বছর অক্ষয় তৃতীয়ায় তৈরি হচ্ছে তিনটি শুভযোগ।
বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়াতে পালন করা হয় অক্ষয় তৃতীয়া। হিন্দুশাস্ত্রমতে এই দিনটি খুবই শুভ দিন বলে বিবেচনা করা হয়। চলতি বছর অক্ষয় তৃতীয়ায় তৈরি হচ্ছে তিনটি শুভযোগ। মালব্য রাজ যোগ, হংস রাজযোগ আর শশা রাজযোগ। এই দিন সিদ্ধিদাতা গণেশ ও মাতা লক্ষ্মীর পুজো করলে বিশেষ কৃপা পাওয়া যায়। দিনটি স্নান আর দানধ্যানের জন্যও খুব শুভ। এবার অক্ষয় তৃতীয়া অন্যান্য আরও দিন থেকে শুক্ষ। কারণ এবার রোহিনী নক্ষত্র ও শোভন যোগের মধ্যে অক্ষয় তৃতীয়া পড়েছে। মঙ্গল রোহিনী যোগও তৈরি হয়েছে। এই দিনে শনি তার নিজস্ব রাশিতে থাকবে। কুম্ভরাশি ও গুরুথাকবেন মীন রাশিতে। এই অবস্থাগুলি তৃতীয়ায় খুব শুভযোগ তৈরি করে। অক্ষয় তৃতীয়া পুজোর শুভ সময় হল ভোর ৫টা ৩৯ মিনিট থেকে বেলা ১২টা ৩৯ মিনিট। এই সময় সোনা রূপা কেনার পাশাপাশি জমি ও বাড়ি কেনাও খুব শুভ। কিনতে পারেন গাড়িও। এদিন গৃহপ্রবেশ করতে পারেন।