পড়াশোনায় উন্নতি কে না চায়। ভালো রেজাল্ট হলে সবারই ভালো লাগে। বই-খাতা থেকে শুরু করে পড়াশোনার সামগ্রী ঘরের দক্ষিণ-পশ্চিম রাখুন। বইয়ের টেবলও দক্ষিণ-পশ্চিম দিকেই রাখুন, এতে পরীক্ষায় ভালো ফল হবে।
পড়াশোনায় উন্নতি কে না চায়। ভালো রেজাল্ট হলে সবারই ভালো লাগে। পড়াশোনা করেও তবে অনেকেরই ভালো ফল হয়না। পড়াশোনার পাশাপাশি তবে কিছু ঘরোয়া টোটকা মেনে চলা উচিত এতে পড়াশোনার উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। বই-খাতা থেকে শুরু করে পড়াশোনার সামগ্রী ঘরের দক্ষিণ-পশ্চিম রাখুন। বইয়ের টেবলও দক্ষিণ-পশ্চিম দিকেই রাখুন, এতে পরীক্ষায় ভালো ফল হবে। ঘরের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম দিক সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। ঘরের দক্ষিণ-পশ্চিম দিক পরিষ্কার না থাকলে পড়াশোনায় তার প্রভাব পড়তে পারে। দক্ষিণ-পশ্চিম দিক পরিষ্কার না থাকলে পরীক্ষায় ফল ভালো না হতে পারে। পড়ার টেবল সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন, হাতেনাতে মিলবে ফল। যারা আইএএস বা এমবিএ-এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাঁরা ঘরের উত্তর দিকে বসে পড়লে মনোযোগ বাড়বে। তবে সব সময় এটা মাথায় রাখতে অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম জীবনে এগিয়ে যাতে বড় ভূমিকা পালন করে।