সংখ্যা তত্ত্ব অনুযায়ী যে কোনও মাসের ৯, ১৮ বা ২৭ তারিখে যাদের জন্য হয় তাঁরা খুব ভাগ্যবান হয়। এই তিন রাখিরে মধ্যে লুকিয়ে রয়েছে ৯ সংখ্যাটি, যেমন ৮ এর সঙ্গে ১ যোগ করলে হয় ৯ এবং ৭ ও ২ যোগ করলেও হয় ৯। মাসের এই ৩ তারিখের মধ্যে আপনার জন্মদিন হলে খুলে যাবে ভাগ্য
অনেকেই আছেন যাদের জীবনে নানান সমস্যা থাকে। অনেকে আবার থাকেন যাদের জীবনে সমস্যা কিছুটা কমই থাকে। সংখ্যাতত্ত্ব বলে বেশ কিছু তারিখে জন্ম হলে তারা খুব ভগ্যবান হন। এই কিছু বিশেষ তারিখে জন্ম হলে তাঁদের জীবনে সুখ এবং শান্তি সেই সঙ্গেই কোনওদিন অর্থকষ্ট থাকেনা। সংখ্যা তত্ত্ব অনুযায়ী যে কোনও মাসের ৯, ১৮ বা ২৭ তারিখে যাদের জন্য হয় তাঁরা খুব ভাগ্যবান হয়। এই তিন তারিখের মধ্যে লুকিয়ে রয়েছে ৯ সংখ্যাটি, যেমন ৮ এর সঙ্গে ১ যোগ করলে হয় ৯ এবং ৭ ও ২ যোগ করলেও হয় ৯। আসলে মনে করা হয় ৯ সংখ্যাটির অধিপতি গ্রহ হল মঙ্গল, এই গ্রহকে উৎসাহ এবং শক্তির কারক বলে মনে করা হয়। এই তিন তারিখে যাঁদের জন্ম হয় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এঁরা ভবিষ্যতে প্রচুর অর্থের মালিক হন।