২৪ ঘন্টা পরেও নেভেনি আগুন। চারিদিকে শুধুই হাহাকার। বাংলাদেশের জুস কারখানার বিধ্বংসী আগুনের ছবিটা ছিল এমনই। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানার ছয়তলা ভবনের একেবারে নিচের তলায় আগুন লেগে যায়। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন। আগুন গ্রাসে ৫২ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে ক্রমশ বাড়ছে সেখানে মৃতের সংখ্যা। এখনও সেখানে নিখোঁজ রয়েছেন অনেকেই।