সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ মহলের একজন পরিচালক রুমি জাফেরি। তিনি পূর্বে জানান, সুশান্তের মানসিক অবস্থার বিষয় জানতেন। রুমির কথায়, সুশান্ত একাধিকবার হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন। মানসিক অবসাদই ছিল এর পিছনে মূল কারণ। সম্প্রতি বিহার পুলিশ রুমি জাফেরির বাড়িতে যান জিজ্ঞাসাবাদের জন্য। বয়ান নেওয়া হয়েছে পরিচালকের।
সুশান্ত সিং রাজপুতের তদন্তে একের পর এক অভিযোগ প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। বিহার পুলিশের কাছে ধরা দিচ্ছেন না তিনি। একাধিক অভিযোগের আঙুল রিয়ার দিকে। এরই মাঝে বিহার পুলিশ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেমেছে তদন্তে। সম্প্রতি রাত ৮টা নাগাদ বলিউডের জনপ্রিয় পরিচালক রুমি জাফেরির বাড়িতে হানা দিয়েছে বিহার পুলিশ। পুলিশের সঙ্গে ঠিক কী নিয়ে কথা হয়েছে সে বিষয় জানা না গেলেও জানা যাচ্ছে, বিহার পুলিশ রুমি জাফেরিকে জিজ্ঞসাবাদ করেছেন। পরিচালক পূর্বে জানান, তিনি সুশান্তের মানসিক অবস্থার অবনতির বিষয় জানতেন। তাঁর কথায়, সুশান্ত হিন্দুজা হাসপাতালে মানসিক অবসাদের জেরে ভর্তি হয়েছিলেন একাধিকবার। রুমির সঙ্গে একটি ছবিতে কাজ করার কথা ছিল সুশান্তের। ছবিতে সুশান্তের বিপরীতে সাইন করানো হয় রিয়াকে। মে মাস থেকে শুরু হওয়ার কথা ছিল ছবির শ্যুটিং। যা লকডাউনে জেরে পিছিয়ে যায়।