লেহরেন রেট্রোর ইউটিউব চ্যালেনে ভিডিওটে এই কথা বলা হয়েছে। এই ইউটিউব চ্যালেনে রেখার বায়োগ্রাফি 'রেখা-দ্যা আনটোল্ড স্টোরি'-র একটি অংশ তুলে ধরা হয়েছে। বলা হয়েছে ১৯৮০ সালে রেখা আর অমিতাভ-রেখার প্রেম তুঙ্গে। সেই সময়ই শ্যুটিং হয়েছিল লাওয়ারিস।
লেহরেন রেট্রোর ইউটিউব চ্যালেনে ভিডিওটে এই কথা বলা হয়েছে। এই ইউটিউব চ্যালেনে রেখার বায়োগ্রাফি 'রেখা-দ্যা আনটোল্ড স্টোরি'-র একটি অংশ তুলে ধরা হয়েছে। বলা হয়েছে ১৯৮০ সালে রেখা আর অমিতাভ-রেখার প্রেম তুঙ্গে। সেই সময়ই শ্যুটিং হয়েছিল লাওয়ারিস। কিন্তু এই সময়ই অমিতাভ জড়িয়ে পড়েছিলেন এক ইরানি ডান্সারের সঙ্গে। অমিতাভ আর সেই ইরানি ডান্সারের প্রেমের একাধিক কথা হট টপিক ছিল পেজ থ্রিতে। যা উত্তাল করেছিল আরব সাগরের নীল জলকে। তবে এই প্রেম নিয়ে রীতিমত ক্ষুব্ধ ছিলেন রেখা। জয়া অবশ্য কোনও দিনই এই বিষয়ে মুখ খুলেননি। তিনি মুখ খুলেননি রেখা-অমিতাভ সম্পর্ক নিয়েও। রেখা বলে কথা। তিনি জয়া বচ্চনের মত হাতে হাত গুটিয়ে রাখার পাত্রী নন। অমিতাভ আর ইরানি ডান্সারের প্রেম নিয়ে তিনি এতটাই ক্ষুব্ধ ছিলেন যে সোজা চলে গিয়েছিলেন লাওয়ারিসের সেটে। সেখানেই ইরানি নৃত্যশিল্পীতে নিয়ে অমিতাভকে জেরা করতে শুরু করেন।