পুদুচেরি থেকে মুম্বইয়ে ফিরলেন অভিষেক বচ্চন। বিমানবন্দরে দেখা গেল তাঁকে। সঙ্গে অবশ্য কন্যা আরাধ্যা বা ঐশ্বর্য কাউকেই দেখা যাইনি। কিছুদিন আগেই সপরিবারে তাঁকে দেখা গিলেছিল পদুচেরির একটি শুচিং স্পটে। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন ভারলক্ষ্মী সারথকুমার এবং তার বোন পূজা। সেখানে একটি ছবিতে ঐশ্বর্য -র বেবিবাম্প দেখা যায়, তাই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। তিনি কি আবারও মা হতে চলেছেন এই নিয়েই উঠেছে প্রশ্ন।
পুদুচেরি থেকে মুম্বইয়ে ফিরলেন অভিষেক বচ্চন। বিমানবন্দরে দেখা গেল তাঁকে। সঙ্গে অবশ্য কন্যা আরাধ্যা বা ঐশ্বর্য কাউকেই দেখা যাইনি। কিছুদিন আগেই সপরিবারে তাঁকে দেখা গিলেছিল পদুচেরির একটি শুচিং স্পটে। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন ভারলক্ষ্মী সারথকুমার এবং তার বোন পূজা। সেখানে একটি ছবিতে ঐশ্বর্য -র বেবিবাম্প দেখা যায়, তাই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। তিনি কি আবারও মা হতে চলেছেন এই নিয়েই উঠেছে প্রশ্ন।