ওজন ঝরিয়ে এখন একেবার ছিপছিপে চেহারা সারা আলি -র। পিসিওএস -এর কারণে তাঁর ওজন আগে অনেকটাই বেশি ছিল। প্রায় ৯৮ কেজি ওজন ছিল তাঁর। সেই ওজন ঝরিয়েই এখন একেবারে ছিপছিপে চেহারার অধিকারিনী তিনি। তবে নিজেকে ফিট রাখতে যথেষ্ট দৈহিক পরিশ্রম করেন তিনি। জিমে গিয়ে নিয়মিত চলে তাঁর শরীরচর্চা। সেই ছবি আগেও বহুবার দেখা গিয়েছে। এবার আরও একবার তেমনই ভিডিও শেয়ার করলেন সারা আলি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করলেন সারা।