সোশ্যাল মিডিয়ায় এক নতুন ভিডিও শেয়ার করেছেন উরফি জাভেদ। পোশাকে তিনি হামেশাই সবার নজর কাড়েন। এবারও তেমনই এক পোশাকে দেখা গেল উরফিকে।
সোশ্যাল মিডিয়ায় এক নতুন ভিডিও শেয়ার করেছেন উরফি জাভেদ। পোশাকে তিনি হামেশাই সবার নজর কাড়েন। এবারও তেমনই এক পোশাকে দেখা গেল উরফিকে। এই ভিডিও তবে ছিল আরও এক চমক। প্রাক্তন প্রেমিকের ফোন আসতেই ফোন কাটলেন উরফি। সবটাই তবে অবশ্য মজা করেই করেছেন তিনি। বলিউডে উরফি এখন বেশ জনপ্রিয় নাম। নানান সাজে ক্যামেরায় ধরা দেন উরফি। অবাক করা সাজে অধিকাংশ সময়েই দেখা যায় তাঁকে। কখনও তাঁকে দেখা যায় ছবি দিয়ে নিজেকে ঢাকতে। কখনও বিকিনি পরে তাঁকে দেখা যায় ফুল পাড়তে। তাঁর এমন পোশাকের জন্য সমালোচনার মখেও পড়তে হয় তাঁকে। এবার আবারও এক অবাক কান্ড করতে দেখা গেল উরফিকে। একটা কাপড়ের টুকরো দিয়ে বুক ঢাকেছেন উরফি অন্যদিকে এমন ভাবে প্রাক্তন প্রেমিকের সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে। তবে সবটাই মজা করে করছেন উরফি।