লকডাউনের বাজারে বাংলা বাজারে তাঁর কোনও ছবি নেই, কিন্তু বলিউডে রয়েছে। এমনকী, সেই ছবি আবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিও পেয়েছে। আর সেই ছবি, যার নাম শকুন্তলাদেবী, তা নিয়ে মুখ খুললেন যীশু সেনগুপ্ত। মুখোমুখি হলেন এশিয়ানেট নিউজ বাংলার। তাঁর সঙ্গে কথা বলেছেন এশিয়ানেট নিউজেবল-এর বিনোদন সম্পাদক রিচা বড়ুয়া অধিকারী। সাক্ষাৎকারের শুরুতেই যীশু জানান, লকডাউনে গৃহবন্দি জীবন একঘেয়ে লাগলেও, মজা আছে। কারণ পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগটা সচারচর মেলে না। এবার ৫ মাস ধরে বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এটা তাঁকে যারপরনাই খুশিতে রেখেছে বলে মনে করেন যীশু। বাড়ির ছাদটাও গৃহবন্দি জীবনে এক মজার স্থল যীশুর কাছে। কারণ, এই ছাদে তিনি একটি তাবু খাটিয়ে রেখেছেন, যেখানে তিনি বন্ধুদের সঙ্গে নিয়ে আড্ডা দিতে ভালোবাসেন। ব্যক্তিগত জীবনের এমনই সব কথা শেয়ার করতে করতেই যীশু জানান, শ্যুটিং-এ বিদ্যার অফুরান এনার্জির কথা। বিদ্যা যেভাবে সারাক্ষণ কাজ করে চলেন তা অবাক করার মতোই বলেই মনে করছেন তিনি।