ভুল ভুলাইয়া ২ হিট করতেই কাশী বিশ্বনাথ মন্দিরে কার্তিক আরিয়ান। মানত করেছিলেন ছবি হিট করলেই বারাণসীতে গিয়ে পূজো দেবেন। কাশী বিশ্বনাথ মন্দিরের বেশকিছু ছবি পোস্ট করেছেন কার্তিক। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন। বারাণসীতে তাঁর সঙ্গী হয়েছিলেন টি-সিরিজের ভূষণ কুমার।
ভুল ভুলাইয়া ২-এর সহকারী প্রযোজক ভূষণ কুমার।
ভুল ভুলাইয়া ২ হিট করতেই কাশী বিশ্বনাথ মন্দিরে কার্তিক আরিয়ান। মানত করেছিলেন ছবি হিট করলেই বারাণসীতে গিয়ে পূজো দেবেন। কাশী বিশ্বনাথ মন্দিরের বেশকিছু ছবি পোস্ট করেছেন কার্তিক। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন। বারাণসীতে তাঁর সঙ্গী হয়েছিলেন টি-সিরিজের ভূষণ কুমার।
ভুল ভুলাইয়া ২-এর সহকারী প্রযোজক ভূষণ কুমার। বারাণসীর ঘাট থেকে যে ছবি এবং ভিডিও কার্তিক আরিয়ান শেয়ার করেছেন তাতে তাঁকে দেখা যাচ্ছে ক্রিম রঙের একটা কুর্তা পরে থাকতে। এই কুর্তাতে আবার সেলফি ও তুলেছেন অভিনেতা। যেখানে আবার পিছনে সুবিশাল গঙ্গাকে দর্শন করা যাচ্ছে। ছবি দেখেই বোঝা যাচ্ছে কার্তিক এখন অনেকটাই নিশ্চিন্ত এবং খুশি। বারাণসীর ঘাট থেকে যে ছবি ও ভিডিও তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম প্রোফাইলে সেখানে লিখেছেন- 'আশীর্বাদধন্য!' বারাণসীর ঘাটে সন্ধ্যারতিরও মজা নিয়েছেন কার্তিক। সেই ছবিও তিনি শেয়ার করেছেন। পরিচালক আনিস বাজমির এই ছবি ভুল ভুলাইয়া-র সিক্যুয়েল। বহুদিন ধরেই এই ছবির মুক্তির আটকে গিয়েছিল অতিমারি পরিস্থিতির জন্য। ছবি যে হিট করবে তা একপ্রকার নিশ্চিত ছিলেন আনিস। কার্তিক আরিয়ান-ও বারবার দাবি করেছিলেন যে ভুল ভুলাইয়া ২-এ তিনি ভালোই কাজ করেছেন। তবে, যতক্ষণ না পর্যন্ত সিনেমাপ্রেমীদের রেটিং তিনি পাচ্ছিলেন ততক্ষণ বেশ টেনশনেই ছিলেন। কারণ, এর আগে কার্তিক আরিয়ান দুটো ছবি সুপার ফ্লপ করেছিল। একটি লুকা ছুপি এবং অন্যটি লাভ আজকাল ২। লুকাছুপি-তে তাঁর বিপরীতে ছিলেন কীর্তি শ্যানন এবং লাভ আজকাল ২-এ তাঁর নায়িকা ছিলেন সারা আলি খান।