সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল 'টিচার্স গোল্ডেন থিসল অ্যাওয়ার্ডস'। মেটাল রঙের পোশাকে রেড কার্পেট মাতালেন নুসরত। অনুষ্ঠানের পুরো ফোকাসেই ছিলেন নুসরত। তবে শুধু পোশাকই নয়, তার মেক আপ, স্টাইলও ছিল নজরকাড়া।
বলিউড অভিনেত্রী নুসরত ভরুচা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। মাত্র কয়েকটি সিনেমা করেই বলিউডের নিজের জায়গা পাকিয়ে নিয়েছন। 'সোনু কে টিটু কি সুইটি', 'ড্রিম গার্ল' ছবিগুলি করেই দর্শকমহলে নিজের জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি পড়াশুনাতেও তিনি বেশ মেধাবী। এসবেরও বাইরে ফ্যাশন নিয়ে বেশ সচেতন অভিনেত্রী। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল 'টিচার্স গোল্ডেন থিসল অ্যাওয়ার্ডস'। বলিউডের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। রেড কার্পেটে প্রত্যেকেই নিজেদের নিজস্বতার ছাপ রেখেছেন। আর সেই তালিকা থেকে বাদ পড়েননি নুসরত ভরুচা। মেটাল রঙের পোশাকে সবার মাঝখানে নজর কেড়েছিলেন নুসরত। অনুষ্ঠানের পুরো ফোকাসেই ছিলেন নুসরত।তবে শুধু পোশাকই নয়, তার মেক আপ, স্টাইলও ছিল নজরকাড়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল বোস, সুভাষ ঘাই এবং রোমো ডিসুজা সহ আরও প্রমুখ। দেখুন সেই নজরকাড়া ভিডিও।