প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস টার্কি তে এক রোম্যান্টিক ভেকেশন এনজয় করছেন। চলুন দেখে নি সেই রোম্যান্টিক ভিডিও গুলি।
প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস তাঁদের ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে কিছু টা সময় বার করে পাড়ি দিয়েছেন, টার্কি এবং কাইকোস-আইসল্যান্ডে, অভিনেত্রী তাঁর ইন্সটা তে ভক্তদের সাথে তাঁদের এই রোম্যান্টিক ভেকেশনের কিছু দারুন ছবি শেয়ার করেছেন। প্রিয়াঙ্কা কিছু রোম্যান্টিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন, ছবি তে দেখা যাচ্ছে পরম আদরে স্বামী নিকের গালে চুমু খাচ্ছেন তিনি। ছবি দেখে তো চোখ ফেরাতেই পারছেন না, এই সেলেব দম্পতির ভক্তরা।আরেকটি ছবি তে দেখা যাচ্ছে, সমুদ্রের উপর ইয়টে প্রিয়াঙ্কা নিকের কাঁধের ওপর মাথা রেখে বসে আছেন এবং নিক প্রিয়াঙ্কার পা-এর ওপর হাত রেখে বসে আছেন। তাঁদের এই কেমিস্ট্রি ফলোয়ার দের পাগল করে তুলেছে। ছবি টি প্রচছুর,লাইক, কমেন্টস ও লাভ ইমজি তে ভরিয়েছে নিক প্রিয়াঙ্কার অনুগামি রা, ভেকেশন যে চুটিয়ে উপভোগ করছেন তাঁরা বোঝাই যাচ্ছে।আরেকটা ছবি তে দেখা যাচ্চে, সি বীচে হলুদ রঙের সুইমস্যুটে বালির উপর দিয়ে সমুদ্রের হেটে যাচ্ছেন প্রিয়াঙ্কা, বলার অপেক্ষা রাখেনা ছবি টি তুলেছেন তাঁর স্বামী।