অর্থ জালিয়াতির অভিযোগে ইডির তলব রিয়া-কে। সুশান্ত সিং মৃত্যু মামলায় রিয়ার বিরুদ্ধে এফআইআর। রিয়া-সহ ৬ জনের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। সুশান্ত সিং মৃত্যু মামলায় এর আগে বিহার পুলিশ তদন্তে নামে। সেই মামলাতেও বিহার পুলিশ রিয়ার বিরুদ্ধে এফআইআর করেছে। সুশান্ত ইস্যু-তেই অর্থ জালিয়াতির অভিযোগ এনেছে খোদ ইডি।
একাধিক আইনি অভিযোগে বিদ্ধ হয়ে সপরিবারে মুম্বই ছেড়েছিলেন রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবার মৃত্যুর পরই সিবিআই তদন্তের দাবি করা রিয়া হঠাৎ বেঁকে বসেন। সিবিআই তদন্ত শুরু হওয়ার আগে মুম্বই ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছিলেন। অবশেষে ইডি-র তলবে সারা দিতে হয়েছে তাঁকে। রিয়াকে দেখেই ঝাঁপিয়ে পড়ে সংবাদমাধ্যম। তাঁর ভাই সৌভিক অভিনেত্রীকে কোনও রকমে ইডি-র অফিসে নিয়ে ঢুকতে পারেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় 'গ্রেফতার হোক রিয়া চক্রবর্তী' রব উঠেছে। সুশান্ত মৃত্যু তদন্তে সুশান্তের বাবার অভিযোগ দায়ের, বিহার পুলিশের হস্তক্ষেপ অবশেষে তদন্তে এনেছে নয়া মোড়। সিবিআই তদন্ত শুরু হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দেশবাসী।