সুশান্ত সিং রাজপুত মামলায় মাদোক যোগে গ্রেফতার রিয়া চক্রবর্তী। সুশান্ত মৃত্যুর ৮৭ দিনের মাথায় গ্রেফতার হলেন রিয়া। ১০ দিন ধরে ৪ এজেন্সি জিজ্ঞসাবাদ করে তাঁকে। তিন দিন জেরার পরে এনসিবি -এর হতে গ্রেফতার হলেন তিনি। তদন্তে সহযোগিতা করছেন রিয়া সেই কারণেই রিয়াকে হফাজতে নাও নেওয়া হতে পারে। এমনটাই জানাচ্ছে এনসিবি । জেরায় একাধিক বলিউড তারকার নাম উঠে আসছে। রিয়া গ্রেফতারির খবর পেয়ে সুশান্তের দিদির শ্বেতার টুইট করে জানিয়েছেন 'ভগবান আমাদের সঙ্গে আছেন'।