লকডাউন বদলে দিয়েছে পরিস্থিতিকে। বদলে ফেলেছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। তেমনই কতখানি বদল এসেছে রোহিত-মানসীর সম্পর্ক ও অন্যান্য জিনিসে। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন সেলেব-দম্পতি।
রোহিত রায় এবং মানসী যোশী রায়ের 'লকড ইন লাভ' নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনা তুঙ্গে। দশটি ভিন্ন চরিত্রে তাঁদের পেয়ে মুগ্ধ হয়েছে দর্শকমহল। পাঁচ-পাঁচটি চরিত্রে আলাদা করে অভিনয় করেন রোহিত রায় এবং মানসী যোশী রায়। বিভিন্ন অনুভূতি, বিভিন্ন শেডস কীভাবে প্রকাশ করলেন, সে কথা খোলাখুলি রোহিত ও মানসী আলোচনা করলেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। লকডাউনে, কোভিড পরিস্থিতি কীভেবে বদলেছে তাঁদের জীবন সেই নিয়েও নানা কথা বললেন রোহিত ও মানসী। প্রতিবেশীদের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠেছে তাঁদের। নিয়মিত বিল্ডিংয়ের নিচে খোসগল্পও করেন প্রতিবেশীদের সঙ্গে। শর্ট ফিল্মের সিরিজ 'লকড ইন লাভ'র পিছনে তাঁদের বক্তব্য একটাই, প্রেম, বিচ্ছেদ, দুঃখ, সঙ্গে করে সম্পর্কে এগিয়ে চলা উচিত। প্রতিটি ভিন্ন অনুভূতি। তবে এই বিভিন্ন অনুভূতি গুলি বাঁধা এক সুতোর টানে। সেই সুতোই হল ভালবাসা। ভালবাসার অজস্র রূপ। সব রূপের ভিন্নতাকে ঘিরে বিনোদনের পর্দায় ভেসে উঠল 'লকড ইন লাভ'। অভিনেতা রোহিত এবং স্ত্রী মানসী যোশী রায় বাড়িতেই শ্যুট করে ফেলেছেন এই ওয়েব সিরিজের।