৫৪ বছরে পা দিলেন সুপারস্টার সলমন খান। প্রিয় অভিনেতার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই তার বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন অনুরাাগীরা। হতাশ করেননি ভাইজানও। তাঁর বিশেষ দিনে অপেক্ষারত ভক্তদের সঙ্গে দেখা করে তাঁদের আবদার মেনে কেকও কাটলেন দাবাং-এর চুলবুল পাণ্ডে।
৫৪ বছরে পা দিলেন সুপারস্টার সলমন খান। প্রিয় অভিনেতার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই তার বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন অনুরাাগীরা। হতাশ করেননি ভাইজানও। তাঁর বিশেষ দিনে অপেক্ষারত ভক্তদের সঙ্গে দেখা করে তাঁদের আবদার মেনে কেকও কাটলেন দাবাং-এর চুলবুল পাণ্ডে।
এদিকে সলমনের জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল বেশিষ পার্টির। তাতে হাজির হয়েছিলেন বলিউডের গ্ল্যামারাস সব তারকারা। এসেছিলেন ক্যাটরিনা কাইফও। এছাড়াও সলমনকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন টাবু, হুমা কুরেশি, বিদ্যা বালন, সোনাক্ষি সিন্হা, উর্বশী রাউতেলারা।