নতুন বছর আসতে আর মাত্র কিছু দিনের অপেক্ষা। আর ২০২১ সালেই মুক্তি পেতে চলেছে সলমন খান প্রোডাকশনের নতুন ছবি 'অন্তিম'। প্রকাশ্যে এল তারই টিজার। প্রথম লুকেই নজর কেড়েছে 'অন্তিম' -এর এই ভিডিও। টিজারে নজর কাড়া লুকে দেখা যাচ্ছে আয়ূষ ও সলমনকে। টানটান উত্তেজনায় এখন সলমনের ভক্তরা। তবে মহেশ ভি মাঞ্জরেকর পরিচালিত এই ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।