পুরুষ হয়ে এবার নারীর সাজে দেখা গেল বরুণ ধওয়ানকে। নার্সের সাজে দেখা গেল তাঁকে। ছোট গোলাপি পোশাকে ইতিমধ্যেই নজর কেড়েছে তাঁর এই নতুন লুক। তাই নিয়েই ঠাট্টায় মগ্ন সারা আলি। বরুণ ধাওয়ানকে দেখে তাঁর হাসি আর থামছে না। আমেজিং বলেও মন্তব্য করতে শোনা গেল তাঁকে। তবে এই সব কিছুই তাঁর নতুন ছবির শুটিংয়ের জন্য। তাঁর এমন সাজ দেখে তাঁকে নতুন নামকরণও করলেন সারা। নাম দিলেন বরুণা ধাওয়ান।