রণবীর এবং আলিয়ার বিয়ের দিন আলিয়ার হাতে দেখা গিয়েছে এই বিশেষ আংটি। কাছ থেকে সেই আংটি দেখলেই দেখা যাবে তাতে রয়েছে ৮টি হিরে। রণবীর কাপুর আলিয়া ভাটের জন্যই এই বিশেষ আংটিটি বানিয়েছেন।
১৪ এপ্রিল, বৃহস্পতিবারের শুভ লগ্নে চার হাত এক হয়েছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে সারলেন এই হট কাপল।১৩ তারিখ থেকেই জোর কদমে শুরু হয়েছিল বিয়ের প্রস্তুতি। সেদিন ছিল তাঁদের মেহেন্দি। ১৪ তারিখ সাদা পোশাকে বিয়ের পিঁড়িতে বসেন দু"জনে। একেবারে ছিমছাম সাজে দেখা গিয়েছিল দু'জনকেই। রণবীর এবং আলিয়ার বিয়ের দিন আলিয়ার হাতে দেখা গিয়েছে এই বিশেষ আংটি। কাছ থেকে সেই আংটি দেখলেই দেখা যাবে তাতে রয়েছে ৮টি হিরে। রণবীর কাপুর আলিয়া ভাটের জন্যই এই বিশেষ আংটিটি বানিয়েছেন। জানা গিয়েছে ৮ রণবীর কাপুরের লাকি নম্বর। রণবীরের লাকি নম্বর হওয়ায় আলিয়ার আংটিতে রয়েছে ৮টি হিরে। আলিয়ার হাতের এই বিশেষ আংটি তৈরি হয়েছে লন্ডনে। এই আংটি তৈরি করতে ৯ মাস সময় লেগেছে বলে জানা গিয়েছে।