হিমাচল ভ্রমণে গিয়েছেন সানি দেওয়ল। সেখানে পাহাড়ের কোলে সোময় কাটাতে দেখা গেল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ছেলে সানিকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেয়ার করলেন ধর্মেন্দ্র।
একসময় বলিউডের সব জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। এখন তবে বয়স ভারে ছবিতে তেমন অভিনয় করতে দেখা যায়না ধর্মেন্দ্রকে। এখন তাঁরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিনেতা টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে ধর্মেন্দ্রকে দেখা গিয়েছে তিনি ছেলে সানি দেওয়লের সঙ্গে একটি পাহাড়ি জায়গায় বসে রয়েছেন। গাছপালা আর পাহাড়ে ঘেরা চারপাশ, আর সেই অসাধারণ প্রকৃতিক পরিবেশের মাঝেই সময় কাটাচ্ছেন অভিনেতা। হিমাচল ভ্রমণে গিয়েছেন সানি দেওয়ল তাঁর সঙ্গে রয়েছে তাঁর বাবা ধর্মেন্দ্রও। সেখানে পাহাড়ের কোলে সোময় কাটাতে দেখা গেল তাঁদের। সোশ্যাল মিডিয়ায় ছেলে সানিকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেয়ার করলেন ধর্মেন্দ্র। ভিডিওতে দেখা গিয়েছে পরনে শীতের পোশাক, পাহাড়ে ধারে বসে রয়েছেন বাবা আর ছেলে। দু'জনে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন। তার মাঝেই তাঁকে এত সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য ছেলেকে ধন্যবাদ বলতেও শোনা গিয়েছে।