হামেশাই নানান নজরকাড়া ভিডিও শেয়ার করেন সানি লিওন। আরও একবার তেমনই ভিডিও শেয়ার করলেন সানি। লাল শাড়ি পরে বাস্কেটবল কোর্টে দেখা গেল সানি লিওনকে। ঠিক যে কুছকুছ হোতা হ্যায়-এর কাজল। নতুন এই ভিডিওয় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সানি।
হামেশাই নানান নজরকাড়া ভিডিও শেয়ার করেন সানি লিওন। সোশ্যাল মিডিয়ায়ও বেশ অ্যাকটিভ সানি লিওন। প্রতিদিনই প্রায় সোশ্য়াল মিডিয়ায় কোনও না কোনও পোস্ট করেন সানি। কখনও তাঁকে দেখা যায় সমুদ্রের ধারে সময় কাটাতে কখনও আবার পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। কখনও লাল সাঁতার পোশাকে কখনও আবার শর্ট ড্রেসে নজরকাড়েন সকলের। আরও একবার তেমনই এক ভিডিও শেয়ার করলেন সানি। লাল শাড়ি পরে বাস্কেটবল কোর্টে দেখা গেল সানি লিওনকে। ঠিক যেন কুছকুছ হোতা হ্যায়-এর কাজল। তাঁর সঙ্গে দেখা গেল তাঁর স্বামীকেও। দুজনে মিলেই খেললেন বাস্কেটবল। বাস্কেটবল খেলার মাঝে করলেন খুনসুটিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও শেয়ার করেছেন সানি। নতুন এই ভিডিওয় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সানি। শাড়ি পরে তাঁর এমন বাস্কেটবল খেলা ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। ইতিমধ্যেই ভাইরাল তাঁর এই ভিডিও। ভিডিওটিতে ১০ লক্ষরও বেশি লাইক রয়েছে এবং ৪ হাজারের বেশি কমেন্ট।