সানি লিওনকে হামেশাই দেখা যায় নানান আকর্ষণীয় পোশাকে। অধিকাংশ সময়েই তাঁকে দেখা হট ড্রেসে। এবার সাঁতার পোশাকে নেট দুনিয়ায় ঝড় তুললেন সানি। কখনও আবার তাঁকে দেখা গেল সমুদ্রের ধারে সময় কাটাতে।
যেকোনও পুরুষের ঘুম কেড়ে নিতে পারেন এই তারকা (celebrity)। ভাবছেন কার কথা হচ্ছে, কথা হচ্ছে হট তারকা (actress) সানি লিওন (Sunny Leone)। তাঁর আকর্ষণীয় চেহেরা সব সময়েই সবার নজর কাড়ে। শুধু আকর্ষণীয় চেহারাই যে তাঁর আকর্ষণের কারণ তেমনটা একেবারেই নয়। তাঁর মিষ্টি স্বভাব এবং কথা বার্তাও সবার নজর কাড়ে। আর সুন্দরী (attractive) তারকা সানি লিওনকে হামেশাই দেখা যায় নানান আকর্ষণীয় পোশাকে, যা তাঁকে আরও আকর্ষণীয় করে তোলে। অধিকাংশ সময়েই তাঁকে দেখা হট ড্রেসে (hot dress)। এবার সাঁতার পোশাকে নেট দুনিয়ায় ঝড় তুললেন সানি (Sunny Leone)। কখনও আবার তাঁকে দেখা গেল সমুদ্রের ধারে সময় কাটাতে। স্বামী-স্ত্রী দু'জনকেই একসঙ্গে সমুদ্রের ধারে সময় কাটাতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় (social media) নিজেই নানান ভিডিও শেয়ার করলেন সানি। তাঁর এই সমস্ট ছবি ইতিমধ্যেই নজর কেড়েছে নেটাগরিকদের।