বিয়ের পর থেকেই এখন তাঁরা লাইমলাইটে রয়েছেন তা বলাই যায়। তাঁদের ভিডিও বারবারই নজর কেড়েছে নেটিজেনদের। এবার তাদেরই আরও একটি ভিডিও এখন রীতিমত ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এক দিকে রোহনপ্রীত মারছেন নেহাকে। অন্যদিকে নেহাও মারতে উদ্দত হয়েছে স্বামীকে। দু'জনের মধ্যে রীতিমত চুলোচুলি হচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। তবে দু'জনেই খুনসুটি করছেন তা তাঁদের দেখে বেশ বোঝা যাচ্ছে।