কখনও পরণে জাম্পসুট, কখনও আবার স্কার্ট আর ক্রপ টপ। একে একে বেরিয়ে আসছেন একাধিক নেহা কক্কর। রকমারি সাজে দেখা গেল গায়িকাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর এই ভিডিও। ভিডিওটি পোস্ট করে নেহা জানতে চেয়েছেন কোন সাজে তাঁকে সব থেকে বেশি ভালো লাগছে। রকমারি পোশাকে রকমারি সাজ সব পোশাকেই বেস মানিয়েছে নেহা কক্করকে।