শরীর নিয়ে বেশ সচেতন টাইগার শ্রফ। হামেশাই তাঁকে দেখা যায় শরীরচর্চা করতে। এবার টাইগার শ্রফ-এর তাক লাগানো স্টান্ট দেখা গেল। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এল এমনই ভিডিও। চারপাশে বালি, আর তার মাঝেই চলছে স্টান্ট। সোশ্যাল মিডিয়ায় নিজেই ভিডিও শেয়ার করেছেন অভিনেতা।
সব তারকাই শরীর নিয়ে বেশ সচেতন। প্রতিদিন জিমে গিয়ে তাঁরা শরীরচর্চা (Exercise) করেন। ডায়েটও (diet) করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ার হাত ধরে তাঁদের শরীরচর্চার নানান ভিডিও উঠে আসে। শরীর নিয়ে বেশ সচেতন টাইগার শ্রফ (Tiger Shroff)। টাইগার শ্রফকে দেখলেই বেশ বোঝা যায় তিনি শরীর নিয়ে কতটা সচেতন। হামেশাই তাঁকে দেখা যায় শরীরচর্চা করতে। কখনও কনকনে ঠান্ডার মাঝে হাফ প্যান্ট পরে ছুটতে দেখা যায় তাঁকে। কখনও আবার তাঁকে দেখা যায় জিম করতে। জিমের মধ্যেই কখনও আবার নাচও করতে দেখা যায় তাঁকে। এবার টাইগার শ্রফ-এর তাক লাগানো স্টান্ট দেখা গেল। সোশ্যাল মিডিয়ার (Social media) হাত ধরে উঠে এল এমনই ভিডিও (Viral video)। চারপাশে বালি, আর তার মাঝেই চলছে স্টান্ট। সোশ্যাল মিডিয়ার হাত ধরে এমনই এক ভিডিও ওঠে এল। সোশ্যাল মিডিয়ায় নিজেই ভিডিও শেয়ার করেছেন অভিনেতা।