টাইগার শ্রফ-এর তাক লাগানো স্টান্ট, দেখে নিন ভিডিও

শরীর নিয়ে বেশ সচেতন টাইগার শ্রফ। হামেশাই তাঁকে দেখা যায় শরীরচর্চা করতে। এবার টাইগার শ্রফ-এর তাক লাগানো স্টান্ট দেখা গেল। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এল এমনই ভিডিও। চারপাশে বালি, আর তার মাঝেই চলছে স্টান্ট। সোশ্যাল মিডিয়ায় নিজেই ভিডিও শেয়ার করেছেন অভিনেতা।

সব তারকাই শরীর নিয়ে বেশ সচেতন। প্রতিদিন জিমে গিয়ে তাঁরা শরীরচর্চা (Exercise) করেন। ডায়েটও (diet) করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ার হাত ধরে তাঁদের শরীরচর্চার নানান ভিডিও উঠে আসে। শরীর নিয়ে বেশ সচেতন টাইগার শ্রফ (Tiger Shroff)। টাইগার শ্রফকে দেখলেই বেশ বোঝা যায় তিনি শরীর নিয়ে কতটা সচেতন। হামেশাই তাঁকে দেখা যায় শরীরচর্চা করতে। কখনও কনকনে ঠান্ডার মাঝে হাফ প্যান্ট পরে ছুটতে দেখা যায় তাঁকে। কখনও আবার তাঁকে দেখা যায় জিম করতে। জিমের মধ্যেই কখনও আবার নাচও করতে দেখা যায় তাঁকে। এবার টাইগার শ্রফ-এর তাক লাগানো স্টান্ট দেখা গেল। সোশ্যাল মিডিয়ার (Social media) হাত ধরে উঠে এল এমনই ভিডিও (Viral video)। চারপাশে বালি, আর তার মাঝেই চলছে স্টান্ট। সোশ্যাল মিডিয়ার হাত ধরে এমনই এক ভিডিও ওঠে এল। সোশ্যাল মিডিয়ায় নিজেই ভিডিও শেয়ার করেছেন অভিনেতা।

04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন09:08Mithun Chakraborty : 'কালো বলে কত অপমান...' 'দাদাসাহেব ফালকে' পুরস্কার নিয়ে চোখে জল মিঠুনের01:54Mithun Chakraborty : ফুটপাথ থেকে 'মহাগুরু' 'দাদাসাহেব ফালকে' পুরস্কার পেয়ে কি বললেন মিঠুন, দেখুন01:43R G Kar Protest :'ভয়াবহ অবস্থা! বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না' আর জি কর কাণ্ডে গর্জে উঠলেন মিঠুন02:03আর জি করে চিকিৎসক মৃত্যুর ঘটনায় গর্জে উঠলেন আয়ুষ্মান, দেখুন কী বললেন তিনি05:06শাহরুখ, মমতা থেকে রজনীকান্ত, দেখে নিন কে কে এলেন অনন্ত-রাধিকার বিয়েতে04:10Anant Radhika Wedding : জন সেনা-ধোনি-রজনীকান্ত, অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট21:32ভন্সালি শুনেই বলেছিলেন মানুষ এই গানটা পছন্দ করবেন : বর্ণালী চট্টোপাধ্যায়02:25Shah Rukh Khan : ঈদের দিন মান্নতের বাইরে হাজার হাজার মানুষের ভিড়, হাত নেড়ে অভিবাদন শাহরুখ খানের25:16এশিয়ানেট নিউজের মুখোমুখি এ আর রহমান, দেখুন কী বললেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী
Read more