ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল বর্ধমান রেল স্টেশন। এ দিন রাত ৮.১৫ থেকে ৮.২০-র মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের দোতলা মূল ভবনের একটি বড় অংশ। যে অংশটি ভেঙে পড়েছে, সেটির নীচেই ছিল অনুসন্ধান কেন্দ্র, টিকিট কাউন্টার। ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে সেই সময় বহু যাত্রী ছিলেন। ফলে ধ্বংসস্তূপের নীচে বেশ কিছু যাত্রী চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দমকল, পুলিশ, আরপিএফ এবং জিআরপি। ঘটনাস্থলে পৌঁছেছে সিভিল ডিফেন্স বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দল। ঘটনায় রেলের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগই উঠছে। ওই ভবনের বাকি অংশও ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ স্টেশনের মূল ভবনটি বহু পুরনো। ফলে সেই ভবনের রক্ষণাবেক্ষণের গাফিলতি কীভাবে রেল কর্তা এবং আধিকারিকদের নজর এড়িয়ে গেল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। চোখের সামনে স্টেশনের ভবন ভেঙে পড়তে দেখে যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে।