দ্বিতীয় ঢেউয়ে করোনা সংক্রমণ ঠিক যখন কিছুটা কমছে ঠিক সেই সময়েই এবার নতুন চিন্তা। রাজ্যে এবার শিশুরা করোনা আক্রান্ত হচ্ছে। ৪ দিনে কোলাঘাটে করোনা আক্রান্ত ৮ শিশু। শিশুদের করোনা আক্রান্ত ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। শিশুদের মধ্যে করোনার একাধিক উপস্বর্গ দেখাযাচ্ছে। রাজ্যে তবে কী এসে গেল করোনার তৃতীয় ঢেউ। এই নিয়েই এখন চিন্তা বাড়াছে রাজ্যে।