ভ্যাকসিন কান্ড যেন আসানসোল কর্পোরেশনের পিছু ছাড়ছে না। প্রাক্তন ডেপুটি মেয়র তথা প্রশাসক বোর্ডের সদস্যা তাবাসুম আরা এর পর এবার সরাসরি আঙ্গুল উঠছে প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় -এর দিকে। ভ্যাকসিন নিতে প্রয়োজনীয় আধার কার্ডের জেরক্সে লাগবে আসানসোল করপোরেশনের প্রশাসক তথা তৃণমূল নেতা অমরনাথ চট্টোপাধ্যায় এর সই, তা নাহলে মিলবে না ভ্যাকসিন। এমনটাই অভিযোগ ভ্যাকসিন এর লাইন থেকে ফিরে যাওয়া এক মহিলার। আসানসোলে টিকা পেতে লাগছে প্রশাসকের সই। এমনটাই অভিযোগ উঠল এবার সেখানে। এই নিয়ে প্রশাসকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ অবশ্য মানতে নারাজ সেখানকার চিকিৎসকও। সই ছাড়াও টিকা পাওয়া যাবে, জানালেন চিকিৎসক।