করোনা মৃতের দেহ সৎকার হচ্ছে নির্দ্দিষ্ট স্থানে। সংক্রমণ ছড়ানোর ভয়েই চলছে এমনটা। এবার এই নিয়েই ভয়াবহ ছবি প্রকাশ্যে। সিরিটি শ্মশানে চলছে কোভিড মৃতের সৎকার। এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রাতের অন্ধকারে লুকিয়ে চলছে এমনটা। পুলিশের উপস্থিতিতেই সৎকারের অভিযোগ জানান তারা। গভীর রাত পর্যন্ত শ্মশানের সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান।