ইটাহারে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কোভিড রোগীদের। কোয়ারান্টাইন সেন্টার থেকে মিলছে না খাবার। মানা হচ্ছে না কোনও গাইডলাইন। জল থেকে খাবার সবকিছু নিম্নমানের দেওয়ার অভিযোগ। এই অভিযোগ তুলে ইটাহারে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে কোভিড রোগীরা। মূলত কোয়ারান্টাইন সেন্টার থেকে দেওয়া খাওয়ারের মান নিয়ে ক্ষোভ দেখায় তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পোঁছোয় ইটাহার থানার পুলিশ।