করোনার ভয়ে কাঁপছে গোটা দেশ। ঘুম উড়েছে সাধারণ মানুষ থেকে প্রশাসনের। সেই ভয়েই এখন দিন কাটছে ডুয়ার্সের মানুষের। তাদের এখন একমাত্র ভরসা তাই 'কালী মাই'। বৌদ্ধ ধর্মে বর্ণিত বিপদের রক্ষাকর্তা তিনি। এই কালী মাই -এর কাছে হার মানে করোনাও। এমনটাই বিশ্বাস ডুকপা জনজাতির। আগেও 'কালী মাই' -এর আরাধোনা করেছেন তারা। করোনা থেকে বাঁচতেই করেছিলেন তাঁর উপসনা। হাতে নাতে নাকি ফলও মিলেছিল তাঁদের। 'কালী মাই' -এর কৃপায় গ্রামে এখনও করোনা হয়নি। একটি ছেলে ও একটি মেয়ে পুতুল তৈরি করা হয়। সেই পুতুল দুটো প্রথমে পুজো করা হয়। পরে তা শ্মশানে ফেলে দেওয়া হয়। করোনা নাকি তাদের উপরই প্রভাব ফেলবে। তাতেই বাঁচবে গ্রামবাসীরা, এমনটাই বিশ্বাস তাঁদের।