Omicron in West Bengal: ওমিক্রন নেগেটিভ মালদহের বালক, জানাল স্বাস্থ্য দফতর

মালদহের বালক ওমিক্রন নেগেটিভ, জানাল স্বাস্থ্য দফতরের কর্তারা। বুধবারই জানা যায় মালদহের এক বালক ওমিক্রন পজেটিভ। ৭ বছরের বালককে এরপর হসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার লালা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। 

ওমিক্রন সংক্রামিত শিশুর লালা পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ। শিশুর শরীরে ওমিক্রণ সংক্রমণের খবর স্বাস্থ্য দপ্তর এর মাধ্যমে ছড়িয়ে পড়তেই মালদহ জেলা তথা গোটা রাজ্য জুড়ে তোলপাড় ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়ায় গোটা রাজ্য জুড়ে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তড়িঘড়ি সংক্রামিত শিশু ও তার পরিবারের লোকেদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সংক্রামিত শিশু ও তার পরিবারের প্রত্যেকের দ্বিতীয়বার লালা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে জানানো হয় ওই শিশুর লালা রিপোর্ট নেগেটিভ। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও রিপোর্ট নেগেটিভ। এরপর তাদেরকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। তবে পরিবারের লোকেদের দাবি এর আগেও তারা মালদহের একটি বেসরকারি হাসপাতাল থেকে করোনা টেস্ট করিয়েছিল, তাদের রিপোর্ট নেগেটিভ এসেছিল। স্বাস্থ্য দফতরের কর্তাদের সে বিষয়টি জানানোর পরেও তাঁদেরকে হয়রানির শিকার করা হয়েছে বলে দাবি করেন। এদিন দুপুরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শিশুসহ তার পরিবারের প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়। স্বাস্থ্য দফতরের কর্তারা জানান ও শিশুসহ তার পরিবারের প্রত্যেককে সকলেই সুস্থ রয়েছেন, আতঙ্কিত হবার কোন কারণ নেই।

09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর06:37Bhangar : তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়02:39পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য চন্দননগরে04:11Suvendu Adhikari : 'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন