করোনা কালে এখন দেশে ভয়াবহ পরিস্থিত। এই পরিস্থিতিতে দেশে অক্সিজেনের আকাল। অনেকেরই মৃত্যু হচ্ছে অক্সিজেনের অভাবে। অক্সজেনের অভাব মেটাতে রাজ্যে একাধিক জায়গায় ইতিমধ্যেই খোলা হয়েছে অক্সিজেন পার্লারও। এবার অক্সিজেনের অভাব মেটাতে বিশেষ উদ্যোগ হাবড়ায়। সেখানে উদ্বোধন হল দুয়ারে অক্সিজেন প্রকল্প -র। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে হাবড়ায় উদ্বোধন হল দুয়ারে অক্সিজেন প্রকল্প -র। মঙ্গলবার বনমন্ত্রী হাবড়া হাসপাতালের হাতে ৫১ টি অক্সিজেন তুলে দেন। এখন এই প্রকল্পের আওতায় মোট ৬৫ টি সিলিন্ডার মানুষের কাছে পৌঁছে যাবে। এর আগে সেখানে একটি অক্সিজেন পার্লারও তৈরি হয়েছে।