একই দিনে রাজ্যে এসে গেল প্রায় সাড়ে সাত লক্ষেরও বেশি করোনা টিকা। কেন্দ্রীয় সরকারের তরফে ৫ লক্ষ ২০ হাজার ৫৫০টি কোভিশিল্ডের ডোজ এসেছে রাজ্যে। কলকাতা বিমানবন্দরে এই টিকা এসে পৌঁছায় সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ। পুনের সিরাম ইনস্টিটিউট থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় করোনা টিকা। এদিন রাজ্য সরকারের তরফে হায়দ্রাবাদের ভারত বায়োটেকের ২ লক্ষ ৬৬ হাজার ৭৯০টি কোভ্যাক্সিন ডোজ কেনা হয়। যা শহরে এসে পৌঁছিয়েছে ইতিমধ্যেই। রাজ্যে মোট ৭ লক্ষ ৮৭হাজার ৩৪০টি কোভিড ভ্যাকসিনের ডোজ এল।