দেশে এখন মিলছে না অক্সিজেন। অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন করোনা রোগীরা। অক্সিজেনের আকাল এখন দেশ জুড়ে। সেই ছবি প্রতিনয়ত উঠে আসছে আমাদের সামনে। সেই অক্সিজেন নিয়েই কালোবাজারির ছবি এবার প্রকাশ্যে। ৫০০০-৭০০০ টাকায় রিফিলিং হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। খোদ কলকাতার বুকে ঘটেছে এমনই এক ঘটনা। আর সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।